বিধি-নিষেধের মাঝেও শেয়ারবাজারের লেনদেন চলবে

শেয়ারবাজারে ইতিবাচক লেনদেন

করোনার ভাইরাসের নতুন ভ্যারিয়ান্ট ওমিক্রন ইস্যুতে আগামী ১৩ জানুয়ারি থেকে নতুন বিধি-নিষেধ আরোপ করেছে সরকার। তবে এ বিধি-নিষেধের মাঝেও শেয়ারবাজারে লেনদেন চলবে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

প্রতিষ্ঠানটির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ জানিয়েছেন, গত বছরের এপ্রিলে লকডাউন ও জুলাইয়ের শাটডাউনের মধ্যে ব্যাংকের সময়সীমার সঙ্গে সমন্নয় করে লেনদেন যেভাবে অব্যাহত ছিলো, সেভাবেই এবারেও লেন-দেন চলবে। শেয়ারবাজার

তিনি বলেন, ‌‌সংক্রমণ যতই বাড়ুক শেয়ারবারের লেন-দেন বন্ধ হবে না, যদি ব্যাংকের লেন-দেন চালু থাকবে।

(Sunbd.com)