বিদেশি বিনিয়োগ ধরে রাখতে পারছে না দেশের শেয়ারবাজার

বিদেশি বিনিয়োগ

দেশের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ ধরে রাখা যাচ্ছে না। বিদেশি বিনিয়োগকারীরা যে পরিমাণ নতুন বিনিয়োগ করছেন, তারচেয়ে প্রত্যাহার করছেন অনেক বেশি। এ তথ্য বাংলাদেশ ব্যাংকের লেনদেন ভারসাম্য বা ব্যালান্স অব পেমেন্ট সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনের। গত অক্টোবরের শেয়ার লেনদেনেও এমন তথ্য মিলেছে।

গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে শেয়ারবাজারে নিট বিদেশি বিনিয়োগ প্রত্যাহার হয়েছে ছয় কোটি ১০ লাখ ডলার। ওই তিন মাসে প্রবাসী বাংলাদেশিরা তিন কোটি ২০ লাখ ডলারের নিট বিনিয়োগ করেছেন, যা গত অর্থবছরের একই সময়ে ছিল সাত কোটি ডলার। অর্থাৎ, প্রবাসীদের তুলনায় বিদেশিদের বিনিয়োগ প্রত্যাহারের প্রবণতা বেশি।

গত অক্টোবরের তালিকাভুক্ত ৩২ কোম্পানিতে বিদেশি ও প্রবাসীদের শেয়ার বেড়েছে, যার সম্ভাব্য বাজারমূল্য ৬১ কোটি টাকা। বিপরীতে ৩৭ কোম্পানি থেকে শেয়ার কমেছে, যার সম্ভাব্য বাজারমূল্য প্রায় ২৫০ কোটি টাকা।

২০১৯ সাল পর্যন্ত বিদেশিরা কোন মাসে কত টাকার শেয়ার কিনতেন এবং কত টাকার শেয়ার বিক্রি করতেন, তা প্রকাশ করতো ঢাকা স্টক এক্সচেঞ্জ।