বিদেশগামী কর্মীরা অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবেন

টিকাদান ক্যাম্পেইন

বিদেশগামী কর্মীরা অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবে, এমম সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্য অধিদফতর থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে । এতে বলা হয়েছে, ১৯ জুন থেকে চীন সরকারের উপহারের ১১ লাখ টিকা দেওয়ার কার্যক্রম শুরু করা হবে।

সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি জেনারেল হাসপাতাল, জেলা সদর হাসপাতালের কেন্দ্রে এসব টিকা দেওয়া হবে। প্রজ্ঞাপনে  ১০ ক্যাটাগরির নাগরিকদের কথা উল্লেখ করা হয়েছে টিকা দেওয়ার জন্য। এতে ৩ নম্বরে আছে বিদেশগামী কর্মীদের কথা বলা হয়েছে।

বিদেশগামী কর্মীদের টিকার তালিকায় অন্তর্ভুক্ত করায় সন্তোষ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

আরো পড়ুন- অতিরিক্ত ৬ সচিবকে বদলি