কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা গিলানির মৃত্যু

বিচ্ছিন্নতাবাদী নেতা

জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শ্রীনগরের হায়দারপোরায় বুধবার রাতে নিজ বাসভবনে মারা যান এই হুরিয়ত নেতা।

গিলানির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্যরা। খবর হিন্দুস্তান টাইমস। তার মৃত্যুর পরই পুরো কাশ্মীরজুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা । উপত্যকার ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন সৈয়দ আলি শাহ গিলানি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তাকে কোথায় কবর দেওয়া হবে, তা এখনও নিশ্চিত নয়।