বাড়ল মুক্তিযোদ্ধাদের ভাতা

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে। এই বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এ প্রস্তাব করেন।

অর্থমন্ত্রী বলেন, বর্তমানে প্রায় দুই লাখ বীর মুক্তিযোদ্ধা প্রতি মাসে ১২ হাজার টাকা করে সম্মানী ভাতা পাচ্ছেন, যা আগামী ২০২১-২২ অর্থবছর থেকে বৃদ্ধি করে ২০ হাজার টাকা করা হবে।

প্রস্তাবিত এ বাজেটে মোট আয় তিন লাখ ৯২ হাজার ৪৯০ কোটি টাকা। ঘাটতি দুই লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা। মোট উন্নয়ন ব্যয় দুই লাখ ৩৭ হাজার ৭৮ কোটি টাকা। এরমধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ধরা হয়েছে দুই লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা। আর মোট অনুন্নয়ন ব্যয় তিন লাখ ৬১ হাজার ৫০০ কোটি টাকা।