বাহরাইনে ৪ মসজিদ বন্ধ ঘোষণা

বাহরাইনে মসজিদ কতৃপক্ষ করোনার বিধি-নিষেধ সঠিকভাবে পালনের ব্যবস্থা করতে না পারায় সাময়িক সময়ের জন্য চারটি মসজিদ বন্ধ ঘোষণা করা হয়েছে।

জানা যায়, সম্প্রতি দেশটির মুহাররাক শহর এবং দক্ষিণাঞ্চলের চার মসজিদ দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে আইন মন্ত্রণালয় এবং ইসলামি বিষয়ক মন্ত্রণালয়। করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে যেসব সতর্কতামূলক ব্যবস্থা রয়েছে তা মেনে না চলা এবং নির্দিষ্ট স্বাস্থ্য প্রোটোকলগুলো অনুসরণ করতে না পারার ব্যর্থতার কারণেই কর্তৃপক্ষ এমন পদক্ষেপ নিয়েছে।

এসব মসজিদে নামাজ পরতে আসা বেশ কয়েকজনের দেহে করোনা শনাক্ত হওয়ার পর মেডিকেল টাস্কফোর্সের সঙ্গে সমন্বয় করেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।