বাচ্চাদের নখ ও চুল কখন ফেলাবেন ?

এই নিয়ে বাচ্চাদের মা বাবার জিঙ্গাসার অন্ত্য নেই। নবজাতকের ত্বক খুব পাতলা ও Sensitive থাকে। এসময়ে বেশি সময় ধরে পানিতে শিশু থাকলে ( গোসলের সময়) নবজাতকের Hypothermia / স্বল্পতাপমাত্রায় ভুগতে পারে। হতে পারে শারিরীক ক্ষতি।

এছাড়াও নবজাতকের গায়ে জন্মের পর যে হলদে আসটে ময়লার মতো দেখতে পদার্থ থাকে তা নবজাতকের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহযোগিতা করে। এজন্য চিকিৎসক হিসেবে আমরা নবজাতকের বয়স কমপক্ষে ৭ দিন হলে গোসল করাতে বলে থাকি।

নখ কাটার ব্যাপারে মেডিকেল সাইন্সে খুব বেশি ধরা বাধা নিয়ম না থাকলেও আমরা ৭ দিনের পর নবজাতকের নখ কেটে ছোট করতে বলি।

ইসলাম ধর্ম মতেও বাচ্চাদের ৭ দিন হলে বাচ্চাদের গোসল ও নখ কেটে আকিকার নির্দেশ রয়েছে।
সচেতনতাই সমাধান…

ডা শফিকুল ইসলাম
সহকারী রেজিস্ট্রার
শিশু বিভাগ
ইবনেসিনা মেডিকেল কলেজ হাসপাতাল
প্রতিষ্ঠাতা – গ্রীন হেলথ সেন্টার