বাংলাদেশ-ভারত সীমান্ত ১৪ দিনের জন্য বন্ধ

আগামীকাল থেকে ১৪ দিনের জন্য জরুরি পণ্য পরিবহণ ছাড়া বাকি সব কাজ বন্ধ হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত। রোববার আন্ত:মন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। প্রতিবেশী দেশটির সাথে বাংলাদেশের স্থল সীমা পাঁচ হাজার কিলোমিটারের বেশি।

করোনায় মৃত্যু ও সংক্রমণের পাশাপাশি অক্সিজেনের চাহিদা মেটাতে রীতিমত হিমশিম খাচ্ছে ভারত। দেশটির অন্তত পাঁচটি রাজ্য বাংলাদেশের সীমান্ত ঘেঁষা।

আর সে পাঁচটি রাজ্যের অবস্থাও আশংকাজনক। এমন অবস্থায় বন্ধ আছে নিয়মিত ফ্লাইট। তবে চলছে বিশেষ বিমান। খোলা আছে ১১টি স্থলবন্দর। সংক্রমণের কথা মাথায় রেখে অতি জরুরি ছাড়া সব যোগাযোগ বন্ধের সুপারিশ ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের।

এদিকে ভারতের রাজধানী দিল্লি হাহাকার আর আহাজারির নগরে পরিণত হয়েছে । প্রতি মুহূর্তে তৈরি হচ্ছে হৃদয়বিদারক পরিস্থিতি। তিল ধারণের সুযোগ নেই হাসাপাতালগুলোয়। আইসিইউ, অক্সিজেন, জরুরি ওষুধ, মেডিকেল সরঞ্জামাদি সবকিছুরই তীব্র সংকট।

জরুরি সেবার অভাবে খুব কম সময়ের মধ্যেই অবনতি হচ্ছে রোগীর স্বাস্থ্যের। মৃত্যুর কোলে ঢলে পড়তে যেন সময়ই নিচ্ছে না। এরই প্রেক্ষিতে সীমান্ত ১৪ দিনের জন্য সীমান্ত বন্ধ ঘোষণা করলো বাংলাদেশ