বাংলাদেশ দল ৩১২ রানে এগিয়ে

দুই ম্যাচ টেস্ট সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় দিন শেষে ৩১২ রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এর আগে ৭ উইকেটে ৫৪১ রানে ইনিংস ঘোষণা করে টাইগাররা। দিন শেষে লঙ্কানদের সংগ্রহ ৩ উইকেটে ২২৯ রান। জবাবে, ব্যাট করতে নেমে ৩ উইকেটে ২২৯ রান করে তৃতীয় দিনের খেলা শেষ করে শ্রীলঙ্কা। ​করুনারত্নে ৮৫ রানে অপরাজিত রয়েছিলেন।

আগেরদিনের করা ৪ উইকেটে ৪৭৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। মুশফিক ৪৩ ও লিটন ২৫ রান নিয়ে দিন শুরু করলেও, ফিফটি তুলে নিয়েছেন লিটন দাস। ৫০ রান করে ফার্নান্দোর শিকার হলে ভাঙ্গে লিটন মুশফিকের ৮৭ রানের জুটি। মুশফিক শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৬৮ রানে।

এরআগে ম্যাচের প্রথম দিনে শান্ত ও দ্বিতীয়দিন মুমিনুল হক সেঞ্চুরি হাঁকান। তামিম ইকবাল খেলেন ৯০ রানের ইনিংস। বিশ্ব ফার্নান্দো নেন চার উইকেট।

জবাবে শতরানের জুটি গড়েন দুই লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নে ও লাহিরু ত্রিমান্নে। তাদের ১১৪ রানের জুটি ভাঙ্গেন মেহেদী মিরাজ। ৫৮ রানে লেগ বিফোরের ফাঁদে পড়েন ত্রিমান্নে। এরপর ২০ রান করা ওশাধা ফার্নান্দোকে লিটনের ক্যাচ বানান তাসকিন। ২৫ রান করা ম্যাথুসের উইকেট নেন তাইজুল