জুলাইয়ে বন্যার শঙ্কা

বন্যার শঙ্কা

জুলাইয়ের প্রথম সপ্তাহে স্বল্প মেয়াদী বন্যার আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, চলতি সপ্তাহে দেশের উজানের অববাহিকার অনেক জায়গায় মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। ফলে সামগ্রিকভাবে সাতদিন বাড়তে পারে দেশের প্রধান নদ-নদীর পানি।

পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে জুলাই মাসের প্রথম সপ্তাহের মাঝামাঝিতে। এতে বিভিন্ন জেলার নিম্নাঞ্চলে বন্যার আশংকা করা হচ্ছে। উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে ভারি বর্ষণে আকস্মিক বন্যা হতে পারে।

দেশের উত্তরাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চল, মধ্যাঞ্চলের বহ্মপুত্র-যমুনা ও পদ্মা অববাহিকার লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, পাবনা, নওগাঁ ও নাটোর জেলঅর নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা রয়েছে।

বন্যা পূর্বাভাস সংক্রান্ত সংক্ষিপ্ত প্রতিবেদনে আগামী সাত দিনের আভাস জানায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

আরো পড়ুন- কলো টাকা সাদা করার সুযোগ আরও একবছর