ফের তৃণমূলে ফিরলেন মুকুল রায়

আবারও দলবদলের চমক পশ্চিমবঙ্গের রাজনীতিতে। বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে ফিরলেন দলত্যাগী নেতা মুকুল রায়।

কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাক্ষাত করেন মমতা ব্যানার্জির সাথে। প্রায় সাড়ে তিন বছর পর টিএমসির দলীয় কার্যালয়ে গেলেন তিনি। এক সময় মমতার সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে বিবেচনা করা হতো তাকে।

দলীয় বিবাদ এবং পদ না পাওয়ার অভিযোগ তুলে ২০১৭ সালে তৃণমূল ছেড়ে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি-তে যোগ দেন মুকুল রায়। নিয়োগ পান ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি হিসেবে। তার নেতৃত্বেই বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের অনেক নেতা বিজেপিতে যোগ দেন।

কিন্তু নির্বাচনে বিজেপির ভরাডুবির পর মুকুলের সাথে বিবাদ বাড়তে থাকে বিজেপির। তার নীরবতার কারণে গুঞ্জন উঠতে থাকে, ফের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দলে ফিরছেন তিনি।

আরও পড়ুনঃ- মুম্বাইয়ে ভবন ধসে পড়ে নিহত ১১, আহত ৮