ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল

বাংলাদেশ

প্রথম ম্যাচে অনূর্ধ্ব-২৩ দলকে হারিয়ে কিরগিজস্তান ফাইনালের পথে একধাপ এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। বৃহস্পতিবার নেপাল ও কিরগিজস্তানের মধ্যে গোলশূন্য ড্র হওয়াতে ফাইনাল নিশ্চিত হয়ে গেছে জেমি ডের শিষ্যদের। আগামী ২৯ মার্চ কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

নেপালের ত্রিদেশীয় ফুটবল প্রতিযোগিতায় এক ম্যাচ খেলে বাংলাদেশ তিন ও নেপাল এক পয়েন্ট করে পেয়েছে। এক ম্যাচ বেশি খেলে কিরগিজস্তানের সংগহও এক পয়েন্টও। আগামী ২৭ মার্চ স্বাগতিক নেপালের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি তাই নিয়মরক্ষার।

তবে জামাল-সাদদের জন্য নিয়মরক্ষার হলেও স্বাগতিক নেপালদের জন্য বড় পরীক্ষাই বলতে হবে। ফাইনালে যেতে হলে তাদের বাংলাদেশের বিপক্ষে ন্যূনতম ড্র করতে হবে। আর ম্যাচ হারলে তখন ফাইনাল অনিশ্চিত হয়ে পড়বে।

আরো পড়ুন- কিছু সত্য কথা আশা করেছিলাম বিসিবির কাছে: মাশরাফি

ফাইনালে উঠতে পেরে জেমি ডেও খুব খুশি। তবে সতর্ক থাকছেন তিনি, ‘আমরা ফাইনালে পৌঁছে গেছি। এটা ভালো দিক। তবে এটিকে আমি এখনও খেলোয়াড়দের অভিজ্ঞতা অর্জনের প্রতিযোগিতা বলবো।’