ফাইনালের ৬ দিন আগে বরখাস্ত মরিনহো

ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারের ম্যানেজার হোসে মরিনহোর আর চাকরি নেই। ইএফএল কাপ ফাইনালের মাত্র ৬ দিন বাকি। কোচ হিসেবে মরিনহো যখন দলকে তৈরি করছেন, এর মধ্যেই তাকে বরখাস্ত করার কথা জানাল ক্লাব কর্তৃপক্ষ।

ইংলিশ মিডিয়া জানিয়েছে, এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে টটেনহ্যামকে তুলতে না পারায় চাকরি খোয়ালেন ৫৮ বছর বয়সী এ পর্তুগিজ কোচ। টটেনহ্যামে মরিনহোর স্থলাভিষিক্ত হতে পারেন আরবি লাইপজিগের জার্মান কোচ ইউলিয়ান নাগেলসম্যান।

২০১৯’র নভেম্বরে আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনোকে সরিয়ে মরিনহোকে দায়িত্ব দেয় ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার। তবে মরিনহোর অধীনে ঘরোয়া ও উয়েফা ইউরোপা লীগে তেমন উজ্জ্বল নয় দলটির নৈপুণ্য। যদিও টটেনহ্যামকে এবারের ঘরোয়া কারবাও কাপের (লীগ কাপ) ফাইনালে তোলেন মরিনহো।

আগামী রোববার লন্ডনের ওয়েম্বলি মাঠে কারবাও কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে স্পাররা।