প্রতিবন্ধী যুবকের ছুরিকাঘাতে ২ কৃষক নিহত

কৃষক নিহত

নরসিংদীতে মানসিক ভারসাম্যহীন যুবক ইউনুস নামের এক যুবকের ছুরিকাঘাতে দুই কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

আজ বুধবার দুপুরে মেঘনা নদীবেষ্টিত চরাঞ্চল সগরিয়াপাড়া গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন— চরাঞ্চলের সগরিয়াপাড়া গ্রামের ফজল মিয়ার ছেলে ফরহাদ মিয়া (৫০) ও আলী আজগর (৬৫)।

এদিকে গুরুত্বর আহত সেন্টু মিয়াকে ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল সগরিয়াপাড়া গ্রামের ফজল মিয়ার ছেলে ফরহাদ মিয়াবাড়ির অদূরে তার কৃষিজমিতে কাজ করছিলেন। এ সময় একই গ্রামের মানসিক ভারসাম্যহীন ইউনুস আচমকা ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে।

ফজল মিয়াকে কোপানোর পর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আজগার আলী ও সেন্টু মিয়াকেও সে কোপাতে থাকে। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন।

পরে তাদের প্রথমে স্থানীয় পল্লী চিকিৎসক ও পরে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসেন। ওই সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মানসিক ভারসাম্যহীন যুবককে আটক করে।

আরো পড়ুন-  রাজধানীতে বাসের ধাক্কায় নিহত ১

সদর মডেল থানার ওসি বিপ্লব কুমার চৌধুরী বলেন, মানসিক ভারসাম্যহীন ইউনুসকে আটকের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সঙ্গে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।