রাবিতে পোষ্য কোটাধারীরা পাস নম্বর ৩০ পেলেই ভর্তি হতে পারবে

RU

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর না পেয়েও ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন পোষ্য কোটাধারী শিক্ষার্থীরা। সোমবার সকালে ভর্তি পরীক্ষা উপকমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে পোষ্য কোটাধারী শিক্ষার্থীরা ন্যূনতম পাস নম্বর ৪০-এর পরিবর্তে ৩০ পেলেই ভর্তি হতে পারবেন।

গতকাল উপাচার্য দপ্তরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে ভর্তি সভায় উপস্থিত কৃষি অনুষদের অধ্যাপক আবদুল আলিম বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তুলনামূলক আগে হয়। এতে অনেক শিক্ষার্থী ভর্তি হয়েও পরে অন্য কোথাও চলে যায়। ফলে, প্রতিবছরই কয়েক শ আসন ফাঁকা থেকে যায়। এ জন্য মূলত পোষ্য কোটায় ন্যূনতম পাস নম্বর কমিয়ে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানেরা পোষ্য কোটায় ভর্তির সুযোগ পান। তাঁদের জন্য প্রতিটি বিভাগের আসনসংখ্যার ৫ শতাংশ বরাদ্দ থাকে। এ বছর ৫৯টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটে প্রায় ৪ হাজার ২০০ শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।

সর্বশেষ ২০১৯-২০ শিক্ষাবর্ষে অন্তত ৪৬ জন পরীক্ষার্থী পাস না করেও পোষ্য কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিলেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য সুলতান-উল-ইসলাম বলেন, ‘এ রকম সিদ্ধান্ত হয়েছে। তবে তা চূড়ান্ত আকারে না আসা পর্যন্ত আমি মন্তব্য করতে পারছি না।’