পুঁজিবাজারের সংকট সমাধান হবে, ভয়ের কারণ নেই

এক্সপোজার লিমিট

আইনগত ইস্যুতে বাংলাদেশ ব্যাংক এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মধ্যে যে মতদ্বৈততা রয়েছে তা দেশের অর্থনৈতিক উন্নতির স্বার্থেই সমাধান হবে। এতে ভয় পাওয়ার কোন কারণ নেই। নির্ভযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, পুঁজিবাজারের চলমান অস্থিরতা নিয়ে গত ৮ নভেম্বর অর্থমন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ চৌধুরী ও অর্থমন্ত্রণালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সেলিম উল্লাহর সঙ্গে বৈঠক করেছেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

বৈঠকে পুঁজিবাজার উন্নয়নের জন্য কী কী প্রয়োজন, তা বিএসইসির পক্ষ থেকে তুলা ধরা হয়েছে। দেশের অর্থনীতিতে পুঁজিবাজারের আবদান বাড়াতে আর কী ধরনের সহযোগিতা মন্ত্রণালয় করতে পারে সেই বিষয়ে আলোচনা হয়েছে।

সূত্র আরও জানিয়েছে, অর্থমন্ত্রণালয়ের বৈঠকে বন্ড বাজারে ব্যাংকের বিনিয়োগ পুঁজিবাজার এক্সপোজার হিসেবে গণ্য হবে কিনা; ব্যাংকের এক্সপোজার ক্রয় মূল্যে, না বাজার মূল্যে হিসাব হবে,পুঞ্জীভূত লোকসান থাকলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান লভ্যাংশ ঘোষণা করতে পারবে কিনা এবং পুঁজিবাজার স্থিতিশীলকরণ তহবিল বিধিমালার অবণ্টিত বা অবিতরণকৃত লভ্যাংশের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।