বিমানবন্দরে কাল থেকে শুরু হচ্ছে করোনা পরীক্ষা

পিসিআর ল্যাব

প্রবাসী কর্মীদের দ্রুত করোনাভাইরাস পরীক্ষার জন্য অবশেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে বিমানবন্দরে র‌্যাপিড আরটি-পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা শুরু হবে।

বিদেশযাত্রার ৬ ঘণ্টা আগে প্রবাসী কর্মী ও যাত্রীরা করোনা পরীক্ষা করাতে পারবেন। করোনা নেগেটিভ ব্যক্তিরা কর্মস্থলের উদ্দেশে যাত্রা করতে পারবেন। রোববার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।