পরমাণু সহায়তা নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু চীন-রাশিয়ার

পরমাণু

চীন-রাশিয়ার মধ্যে শুরু হলো পরমাণু সহায়তা প্রকল্প নিয়ে আনুষ্ঠানিক যাত্রা। বুধবার যৌথ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত হন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বক্তৃতায় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব দেন দু’দেশের প্রেসিডেন্ট। মস্কো-বেইজিং সম্পর্কের ক্ষেত্রে যৌথ প্রকল্পটিকে ঐতিহাসিক অর্জন হিসেবে আখ্যা দেন তারা। জানান, বাস্তবায়নের অপেক্ষায় আরও বেশ কয়েকটি বড় প্রকল্প। প্রকল্পের সাথে যুক্ত দু’দেশের কর্মকর্তারাও যোগ দেন ভার্চুয়াল অনুষ্ঠানে। কর্মসূচির অগ্রগতি তুলে ধরেন তারা।

জানান, দু’দেশের উদ্যোগে থার্ড জেনারেশন প্রযুক্তি ব্যবহারে চালু হচ্ছে পরমাণু শক্তি প্রকল্পের চারটি ইউনিট। লিয়াওনিং ও জিয়াংশু প্রদেশে তৈরি হবে নতুন প্ল্যান্ট। মোট ৮টি ইউনিট চালুর পরিকল্পনা রয়েছে; যেগুলো কার্যকর হলে বার্ষিক ঘণ্টাপ্রতি ৩৭ হাজার ৬শ’ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব।

আরও পড়ুনঃ- ইসরাইলকে সমর্থন করলে ১০ বছরের জেল, জরিমানা