শেষ হলো পদ্মাসেতুতে রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ

পদ্মাসেতুতে রেলওয়ে স্ল্যাব

পদ্মা সেতুর সব স্প্যান বসিয়ে পদ্মার দুই পাড় এক করার ৬ মাসের মাথায় এবার সম্পন্ন হলো পুরো সেতুতে রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ।

দ্রুত গতিতে এগিয়ে চলছে দেশের অন্যতম মেগা প্রকল্প পদ্মা সেতুর নির্মাণের কাজ। ৬.১৫ কিলোমিটারের মূল সেতুতে বসানো হয়ে গেছে ২ হাজার ৯৫৯টি স্ল্যাব। রোববার (২০ জুন) সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ১২ ও ১৩ নং পিয়ারের স্প্যানে শেষ রেলওয়ে স্ল্যাব বসানোর মধ্য দিয়ে কাজ সমাপ্ত হয়েছে। পদ্মা সেতুর উপ-সহকারী প্রকৌশলী মো. হুমায়ুন কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,  মোট ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে শনিবার (১৯ জুন) পর্যন্ত সেতুতে বসানো হয় ২ হাজার ৯৫৮টি। রোববার (২০ জুন) সর্বশেষ স্ল্যাবটি বসানোর মধ্য দিয়ে রেলওয়ে স্লাব বসানোর কাজ শেষ হলো।

সংশ্লিষ্ট প্রকৌশলী সূত্রে জানা যায়, ২৪ সেপ্টেম্বর ২০১৮ সালে পদ্মা সেতুতে রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ শুরু হয়। সে হিসেবে ২ বছর ৮ মাস ২৬ দিনের মাথায় বসানো হলো সবগুলো রেলওয়ে স্ল্যাব। এখন সেতুর নিচ তলায় গ্যাস পাইপ লাইন স্থাপনের কাজ শুরু হবে। তা শেষ হলে রেল লিঙ্ক প্রকল্পের তত্ত্বাবধানে শুরু হবে রেল লাইন বসানোর কাজ।

আরো পড়ুন- ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান তহবিল সংগ্রহ করতে পারবে