নেপালে ব্ল্যাক ফাঙ্গাসে প্রথম মৃত্যু

নেপালে

নেপালে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিস আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রতিবেশী ভারতে হাজারো করোনা রোগীর শরীরে এই প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ ঘটেছে।-খবর এনডিটিভির

নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কৃষ্ণা প্রসাদ পৌডেল বলেন, সেখানে বর্তমানে অন্তত ১০ জন মিউকরমাইকোসিস রোগী আছেন। ভারতের মতো নেপালেও করোনার ব্যাপক সংক্রমণ ঘটেছে।

কালো ছত্রাকে মারা যাওয়া ওই রোগী একটি নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

বৃহস্পতিবার (৩ জুন) শেঠী প্রাদেশিক হাসপাতাল জানিয়েছে, গত ৩ জুন তার মৃত্যু হয়েছে। এর আগে তার শরীরে কালোছত্রাক ধরা পড়েছিল। তবে করোনাভাইরাসে নেগেটিভ এসেছিল।

কালোছত্রাক খুবই আগ্রাসী একটি ভাইরাস। ভাইরাস যাতে মস্তিষ্কে ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করতে কখনো কখনো রোগীর চোখ, নাক ও চোয়াল তুলে ফেলতেন চিকিৎসকেরা। বর্তমানে এতে মৃত্যুহার ৫০ শতাংশ।

আরও পড়ুনঃ- চীনের বিরুদ্ধে আরো কঠোর বাইডেন