একাদশে নেই নুরুল-নাসুম, দলে ফিরেছেন সৌম্য-তাসকিন

বাংলাদেশ

সাইফউদ্দিনের ইনজুরিতে অবশ্য গত ম্যাচে কপাল খুলেছিল শরিফুল ইসলামের। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের একাদশে নেই নুরুল হাসান সোহান।  বাদ পড়েছেন স্পিনার নাসুম আহমেদ।

উইকেটরক্ষক নুরুল হাসান সোহান ছিটকে গেছেন চোটের কারণে। সৌম্য সরকারকে ফেরানো হয়েছে তার জায়গায়। আর নাসুম আহমেদের জায়গায় একাদশে আনা হয়েছে পেসার তাসকিন আহমেদকে।

বাংলাদেশের মতো দুটো পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজও। দল থেকে বাদ পড়েছেন লেন্ডল সিমন্স আর হেইডেন ওয়ালশ জুনিয়র বাদ পড়েছেন। দলে ঢুকেছেন এসেছেন রসটন চেজ, আর জেসন হোল্ডার।

বাংলাদেশ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক হতে যাচ্ছে চেজের। আর হোল্ডার অনেকটা অপ্রত্যাশিত ভাবেই দলে ঢুকেছেন। দিন দুয়েক আগে ওবেদ ম্যাকয়ের চোট তাকে দলে জায়গা করে দেয়। আজ তিনি ঢুকে গেলেন একাদশেই।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, মেহেদী হাসান, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সৌম্য সরকার।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ :  এভিন লুইস, ক্রিস গেইল, রসটন চেজ, শিমরন হেটমায়ার, কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকলাস পুরান, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, জেসন হোল্ডার, আকিল হোসেইন, রবি রামপল।