নীলফামারী ‘জঙ্গি আস্তানা’ থেকে গ্রেফতার ৫

নীলফামারী

নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নে পুটিহারি মাঝাপাড়া এলাকার ‘জঙ্গি আস্তানা’ থেকে পাঁচ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় বোমা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।

র‌্যাব কর্মকর্তা ল্যান্স নায়েক ল্যাফটেন্টে কর্নেল মাহমুদ বসির আহমেদ বলেন, শনিবার (৪ ডিসেম্বর) জেলা সদরের সোনারায় ইউনিয়নে একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- অহিদুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, জাহিদুল ইসলাম, নুর আমিন ও ওয়াহেদ আলী। তাদের বাড়ি মাঝাপাড়া গ্রামের কুঠিহারা এলাকায়।

শনিবার ভোর থেকে জঙ্গি আস্তানা সন্দেহে নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের একটি বাড়ি র‌্যাব-১৩ সদস্যরা ঘিরে রাখেন। সেখান থেকে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়।