নির্বাচনী এলাকায় ২৮ নভেম্বর ব্যাংক বন্ধ রাখার পরামর্শ

ব্যাংকিং ডিপ্লোমা

আগামী ২৮ নভেম্বর রবিবার পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় তফসিলি ব্যাংকসমূহ শাখাগুলো বন্ধ রাখার পাশাপাশি নির্বাচনী এলাকায় কর্মরত কর্মকর্তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৪ নভেম্বর) বিকালে কেন্দ্রীয় ব্যাংকের অফ-সাইট সুপারভিশন ডিপার্টমেন্টের এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়। গত ২২ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী এই নির্দেশনা দেয়া হয়েছে বলে সার্কুলারে জানানো হয়েছে।

এতে বলা হয়, ২২ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বর্ণিত ০৯টি পৌরসভা এবং ১,০০০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষ্যে ২৮ নভেম্বর ভোট গ্রহণের দিন নির্বাচনী এলাকাধীন যে সকল স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে সে সকল স্থাপনায় ব্যাংকের কোন শাখা/উপশাখা থাকলে তা বন্ধ রাখাতে হবে। সে সাথে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাধীন আপনাদের ব্যাংকের শাখা/উপশাখাসমূহে কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দানের জন্য পরামর্শ দেয়া হলো।