নরেন্দ্র মোদিকে মমতার চিঠি

নরেন্দ্র মোদিকে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি চিঠি পাঠিয়েছেন। আজ শুক্রবার পাঠানো ওই চিঠিতে রাজ্যের জন্য মেডিকেল অক্সিজেন সরবরাহ বাড়াতে আবেদন জানানো হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

খবরের প্রতিবেদনে বলা হয়েছে, চিঠিতে কভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গে মেডিকেল অক্সিজেন সরবরাহ বাড়াতে কেন্দ্রীয় সরকারের প্রতি আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাজ্যের জন্য মেডিকেল অক্সিজেন কমপক্ষে ৫৫০ মেগাটন তাৎক্ষণিকভাবে বরাদ্দের নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা। বর্তমানের সংকটাপন্ন পরিস্থিতি বিবেচনায় এ অনুরোধ জানিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করেন তিনি।

এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জন্য ৩০৮ মেগাটন অক্সিজেন নির্ধারণ করে বরাদ্দ দেওয়া হয়েছে। অথচ রাজ্যে দৈনিক অক্সিজেন প্রয়োজন ৫৫০ মেগাটন।

আরও পড়ুন:- মমতার শপথে অতিথি হিসেবে আছেন যারা

চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, অনুরোধকৃত পরিমাণের চেয়ে কম যে কোনো বরাদ্দ সরবরাহ করা হলে তা কেবল বিরূপ প্রভাব ফেলবে তা নয়, বরং এর ফলে রোগীদের প্রাণহানিও হতে পারে।