নভেম্বরে ২০ শতাংশ কমেছে জ্বালানি তেলের দাম

তেলের দাম কমেছে

অপরিশোধিত জ্বালানি তেলের বাজারদর কয়েক সপ্তাহ ধরে টানা পতনের মুখে ছিল। এদিকে করোনার নতুন ধরন ওমিক্রনের আবির্ভাব এ পতনকে আরো অবশ্যম্ভাবী করে তোলে। গত সপ্তাহেও বিভিন্ন বাজারে দাম কমেছে ৮-১০ শতাংশ। এর মধ্যে শুক্রবার সাপ্তাহিক লেনদেনের শেষ দিনে দেড় বছরের মধ্যে সবচেয়ে বড় মূল্যহ্রাসের দেখা পায় অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার।তবে গেলো নভেম্বরে বিভিন্ন বাজার আদর্শে পণ্যটির গড় দরপতন হয়েছে প্রায় ২০ শতাংশ।

অপরিশোধিত এই বাজার পরিস্থিতি বর্তমানে কোন দিকে যাচ্ছে, সে বিষয়ে এখন পর্যন্ত কেউই নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। বাজার বিশ্লেষকদের মতে, বিষয়টি অনেকটাই নির্ভর করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ওপর। করোনার ওমিক্রন ধরন সম্পর্কে বিস্তারিত জানার আগ পর্যন্ত জ্বালানি তেলসহ আন্তর্জাতিক পণ্য বাজারের ভবিষ্যৎ গতিপ্রকৃতি সম্পর্কে নিশ্চিত কোনো পর্যবেক্ষণ দেয়া সম্ভব হচ্ছে না।

এজন্য ব্যবসায়ী থেকে শুরু করে বাজারসংশ্লিষ্টদের সবাই এখন ওমিক্রন নিয়ে ডব্লিউএইচওর বিস্তারিত ব্যাখ্যার অপেক্ষায় রয়েছেন। এছাড়া ওপেক প্লাস জোটের উত্তোলনসংক্রান্ত সম্ভাব্য সিদ্ধান্ত, ইরানের পরমাণু চুক্তিসহ ভূরাজনৈতিক আরো অনেক বিষয় এখন জ্বালানি তেলের বাজার পরিস্থিতিতে বড় প্রভাবক হয়ে উঠেছে।