নবজাতকের ভ্যাজাইনাল ব্লিডিং , সাদাস্রাব…

সাধারনত বাচ্চাদের জন্মের পর বা কয়েকদিনের মধ্যে প্রশ্রাবের রাস্তা/ মাসিকের রাস্তা দিয়ে হালকা রক্ত বা ময়লা আসে। ছেলে বাচ্চাদের তুলনায় মেয়ে বাচ্চাদের বেলায় এটি বেশি হয়ে থাকে।

চিকিৎসক হিসেবে অভিভাবকদের কাছে জানতে চাই
1) বাচ্চার প্রশ্রাবে দুর্গন্ধ বা জ্বর থাকে কিনা ?
2) বাচ্চার অতিরিক্ত বমি হয় কিনা ?
3) হিসু পর্যাপ্ত হয় কিনা ?

বেশির ভাগ বাচ্চাদের বেলায় এটি হওয়া খু্বই সাভাবিক ও কোন ধরনের চিকিৎসা / পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় না।

সাধারনত মায়ের গর্ভে থাকার সময়ের হরমোনের প্রভাবে এমনটা হয়ে থাকে। অল্প সময়ের ব্যাবধানে কোন ধরনের জটিলতা ছাড়াই এই সমষ্যা সমাধান হয়ে যায়।
তবে বাচ্চাদের জ্বর, অতিরিক্ত বমি, বা হিসুতে দুর্গন্ধ থাকলে সরাসরি চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সচেতনতাই সমাধান।

লেখক: ডা শফিকুল ইসলাম, সহকারী রেজিস্ট্রার, শিশু বিভাগ 
ইবনেসিনা মেডিকেল কলেজ হাসপাতাল
প্রতিষ্ঠাতা – গ্রীন হেলথ সেন্টার