দেশে দুই রোগীর দেহে‘ব্ল্যাক ফাঙ্গাস’ শনাক্ত

নেপালে

করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন দেশে এমন তিন জনের শরীরে শনাক্ত হয়েছে ‘ব্ল্যাক ফাঙ্গাস’।

এর মধ্যে তিন দিন আগে মারা যাওয়া এক জনের শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়েছে। বাকি দুইজন হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে বারডেম হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ।

সম্প্রতি ভারতে বিরল ছত্রাকজনিত এই রোগটি ছড়িয়ে পড়ার পর বাংলাদেশেও তিন জন আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে বারডেম হাসপাতাল কর্তৃপক্ষ। চলতি মাসে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতাল থেকে তাদের শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত করা হয়।

বারডেম হাসপাতালের কর্মকর্তারা আরও জানান, গত ৮ মে ৪৫ বছর বয়সী এক রোগীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ শনাক্ত হয়।

এরপর গত ২৩ মে ৬০ বছর বয়সী আরেক জনের শরীরেও ছাত্রাকজনিত রোগটি শনাক্ত হয়। এবং তিন দিন আগে মারা যাওয়া এক ব্যাক্তির নানা পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় তিনিও ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ছিলেন।