দল হারলেও সুখবর পেলেন লিটন-মুশফিক

liton-mushfiq-bd

দল হারলেও চট্টগ্রাম টেস্টে ব্যাট হাতে ভালো পারফরম্যান্স ছিল লিটন কুমার দাস ও মুশফিকুর রহিমের। দুজনেই পেলেন ভালো পারফরম্যান্সের পুরস্কার।

আইসিসি ভারত-নিউজিল্যান্ড, শ্রীলংকা-ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ-পাকিস্তান টেস্টের পারফরম্যান্স বিবেচনায় র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে।

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রকাশিত র‌্যাংকিংয়ে বাংলাদেশের কিপার-ব্যাটার লিটন এগিয়েছেন ২৪ ধাপ আর মুশফিক স্থান পেয়েছেন ২০-এর মধ্যে।

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে লিটন দাসের রান ১১৪। দ্বিতীয় ইনিংসে করেছেন ৫৯ রান। তার এ পারফরম্যান্সের কারণে ২৪ ধাপ এগিয়ে লিটন এখন উঠে এসেছেন ৩১ নম্বরে।

অন্যদিকে প্রথম ইনিংসে মুশফিকের রান ছিল ৯১।  দ্বিতীয়  ইনিংসে হাসান আলির বলে বোল্ড হওয়ার আগে মুশফিকের ব্যাট থেকে আসে ১৬ রান। বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল সদ্য প্রকাশিত র‌্যাংকিংয়ে রয়েছেন ১৯ নম্বরে।

সদ্য প্রকাশিত র‌্যাংকিংয়ে ব্যাটারদের মধ্যে শীর্ষে রয়েছেন জো রুট। প্রথম টেস্টে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার পেয়েছেন তাইজুল ইসলাম। র‌্যাংকিংয়ে এগিয়েছেন ৩ ধাপ।

এ স্পিনার এখন আছেন ২৩ নম্বরে। বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন পেট কামিন্স।টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন জেসন হোল্ডার। এ তালিকায় সাকিবের অবস্থান পাঁচে।