তিন আসনের উপনির্বাচনের ভোটের তারিখ পরিবর্তন

আসনের

জাতীয় সংসদের এই তিনটি আসনের (ঢাকা-১৪, সিলেট-৩ ও কুমিল্লা-৫) উপনির্বাচনে ভোটগ্রহণের তারিখ সহ ১৬৩ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নতুন তারিখ অনুযায়ী এসব আসনে ২৮ জুলাই ভোটগ্রহণ করা হবে। আগামী ১৪ জুলাই এসব আসনে ভোট হওয়ার কথা ছিল। তবে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন ২১ জুন যথাসময়ে অনুষ্ঠিত হবে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের ৮২তম সভা শেষে ইসি সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের একথা জানান।

এসব আসনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৫ জুন, মনোনয়নপত্র বাছাই ১৭ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ জুন, পরদিন ২৪ জুন প্রতীক বরাদ্দ দেয়া হবে। ভোটের তারিখ পরিবর্তন হলেও এসব দিনক্ষণের কোনো পরিবর্তন হবে না।

ইসি সচিব বলেন, ‘করোনার ঝুঁকিপ্রবণ এলাকার ১৬৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। লক্ষ্মীপুর-২ আসনের নির্বাচন ২১ জুন নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এছাড়া ওই তিন সংসদীয় আসনে ১৪ জুলাই নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী হওয়ায় ভোট পেছানো হয়েছে।’

আরো পড়ুন- লিবিয়ায় বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত নিয়োগ