তালেবান-চীন বৈঠক ! কি হলো সিদ্ধান্ত !

চীনের আমন্ত্রণে বেইজিং সফর করেছে আফগানিস্তানে বিদ্রোহী সংগঠন তালেবানের ৯ সদস্যের একটি প্রতিনিধি দল । দলটির প্রতিনিধিত্ব করেন তালেবানের সহপ্রতিষ্ঠাতা এবং তালেবানের রাজনৈতিক ব্যুরো প্রধান  মোল্লা আব্দুল গণি বারাদার । চীনের পক্ষে প্রতিনিধিত্ব করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’ ।

চীন আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবেনা এবং তালেবানও আফগানিস্তানের মাটি বিদেশের কোনো শক্তিকে ব্যবহার করতে দেবেনা -এমন সিদ্ধান্তে উপনিত হয় বলে এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করেন তালেবান মুখপাত্র মোহাম্মদ নাইম ।