ডেঙ্গি রোগী ছাড়াল ১৪ হাজার

ডেঙ্গি রোগী

প্রতিদিন বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। দিনদিইন ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গি। চলতি বছরে শনাক্ত রোগী ছাড়িয়েছে ১৪ হাজার।

২৪ ঘণ্টায় দেশে আরও ৩২১ জন ডেঙ্গি রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই ২৪৬ জন।

ঢাকার বাইরে ভর্তি রোগীর সংখ্যা ৭৫ জন। আগের দিন শনাক্ত হয় ৩১৯ জন। সব মিলিয়ে চলতি বছরে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১৪ হাজার ২২১ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, চলতি মাসেই তিন হাজার ৮৬৫ জন ডেঙ্গি রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গি রোগীর সংখ্যা এক হাজার ২৭১ জন।