নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা

ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা

করোনার পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও সমমানের পরীক্ষা এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সাথে এক ভার্চুয়াল বৈঠকে এ কথা জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা হবে কেবল তিনিটি নৈর্ব্যত্তিক বিষয়ের ওপর সংক্ষিপ্ত সিলেবাসে।

জানান, পরীক্ষার সময় হবে দেড় ঘণ্টা। আর পরীক্ষা নেয়া সম্ভব না হলে পূর্বের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এসএসসি বা এইচএসসির ফল ঘোষণা করা হবে।

ভার্চুয়াল বৈঠকে এসময তিনি আরও বলেন, ১৮ জুলাই থেকে এসএসসি আর ২৬ জুলাই থেকে এইচএসসির অ্যাসাইনমেন্ট নেয়া শুরু হবে। প্রতি সপ্তাহে দুটি করে এসএসসি’র ২৪টা ও এইচএসসি’র ৩০টা অ্যাসাইনমেন্ট নেয়া হবে।