ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে, প্রাণ গেল বাবা-মেয়ের

নিয়ন্ত্রণ হারিয়ে

পাবনার সাঁথিয়া উপজেলায় সিমেন্টবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বসতঘরে ঢুকে গেছে। এসময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই বাবা ও মেয়ে নিহত হয়েছেন।

দিনমজুর শাহ বাবু (৩৭) সারা দিনের কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফেরেন। মেয়ে বৃষ্টিকে (১২) নিয়ে পরিবারের অন্যদের সঙ্গে রাতের খাবার খাচ্ছিলেন। বিনা মেঘে বজ্রপাতের মতো হঠাৎ সিমেন্টবোঝাই একটি ট্রাক ঢুকে পড়ল ঘরে।

কিছু বুঝে ওঠার আগেই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে প্রাণ গেল বাবা-মেয়ের।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কে পাবনার সাঁথিয়া উপজেলার ভিটাপাড়া নির্মাণাধীন একটি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে যান শাহ বাবুর স্ত্রী লাকী খাতুন (৩২) ও তিন বছরের ছেলে সাগর।

স্থানীয়রা জানান, ঘটনার সময় নগরবাড়ি থেকে সিমেন্টবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৪৫৩২) সিরাজগঞ্জের বাঘাবাড়ির দিকে যাচ্ছিল।

আরো পড়ুন- সালিশে লাথি খেয়ে হাসপাতালে উপজেলা চেয়ারম্যান

পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ভিটাপাড়া এলাকায় রাস্তার পাশে টিনের ঘরের ভেতরে ঢুকে পড়ে।

সাঁথিয়া থানার ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক-হেলপার পালিয়ে যায়। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।