টেকনাফে এক জালে আবারও আটকা পড়ল ৯০টি লাল কোরাল

কক্সবাজারের টেকনাফে ৯০টি লাল কোরাল মাছ ধরা পড়েছে জেলেদের ফেলা টানাজালে । কোরাল ও ভেটকি দুই নামেই বাংলাদেশে পরিচিত এই মাছ। তবে লাল পানসা, রাঙা ছইক্কা বা রাঙাচয় নামে এই মাছকে চেনে চট্টগ্রামের স্থানীয় লোকজন ।

উপজেলার বাহারছড়ার জাহাজপুরা সমুদ্রসৈকত এলাকায় আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে হেলাল উদ্দিনের মালিকানাধীন জালে মাছগুলো আটকা পড়ে।  প্রতিটি লাল কোরাল মাছের ওজন সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় কেজি। মাছগুলো ২ লাখ ৯০ হাজার টাকায় হেলাল উদ্দিন বিক্রি করেছেন ।