ঝালকাঠিতে তেলবাহী জাহাজে বিস্ফোরণে দগ্ধ ৭, নিহত ১

জ্বালানি তেলবাহী একটি জাহাজ ঝালকাঠির সুগন্ধা নদীতে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছেন। এ সময় অগ্নিদগ্ধ হয়েছেন আরও সাত জন।

আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সুগন্ধা নদীর পোনাবালিয়া খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্ফোরণে নিহত একজন হলেন জাহাজের সুকানি মো. কামরুল ইসলাম। তাঁর বাড়ি গোপালগঞ্জ জেলায়।

জাহাজের আহত শ্রমিকেরা জানান, ঢাকা থেকে জ্বালানি তেল, পেট্রোল ও ডিজেল নিয়ে সাগর নন্দিনী নামের একটি জাহাজ ঝালকাঠির ডিপোতে খালাসের জন্য সুগন্ধা নদীতে নোঙর করে রাখে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে জাহাজ থেকে খালাসের প্রস্তুতি নিলে পাম্প কক্ষে বিস্ফোরণ ঘটে এবং জাহাজে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এ সময় জাহাজে কর্মরত আট জন দগ্ধ হন।

খবর পেয়ে ঝালকাঠি ও বরিশাল থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। এরপর আহতদের প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের মধ্যে জাহাজের সুকানি মো. কামরুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

এরই মধ্যে ঝালকাঠির জেলা প্রশাসক (ডিসি) মো. জোহর আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি হতাহতদের খোঁজ-খবর নেন।