রাষ্ট্রধর্ম ইসলাম পরিবর্তনের ক্ষমতা কারও নেই: জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান

রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণার সাথে সকল ধর্মের অধিকার সাংবিধানিকভাবেই নিশ্চিত করেছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ। রাষ্ট্রধর্ম ইসলাম পরিবর্তনের সাহস আর ক্ষমতা কারও নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের।

শনিবার দলের চেয়ারম্যানের রাঝধানীর বনানীর মিলনায়তন কার্যালয়ে দলের নেতাকর্মীদের উপস্থিতিতে  এমন মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনী করেছে বর্তমান মহাজোট আওয়ামী লীগ সরকার। তাতেও রাষ্ট্র ধর্ম ইসলাম অক্ষুন্য আছে। রাষ্ট্রধর্ম নিয়ে কটুক্তি করে তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান আওয়ামী লীগের দলীয় সম্প্রীতি নষ্ট করেছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের বেশির মানুষ ইসলাম ধর্ম পালন করছে তাই হুসেইন মুহাম্মদ এরশাদ রাষ্ট্র ধর্ম  ইসলাম সাংবিধানিকভাবে নিশ্চিত করেছেন।