লিভারপুলকে টপকে প্রিমিয়ার লিগের শীর্ষে চেলসি

ওয়াটফোর্ডকে উড়িয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে উঠে এসেছিল লিভারপুল। কিন্তু বেশিক্ষণ শীর্ষে থাকা হলো না ইয়ুর্গেন ক্লপের দলের। বেন চিলওয়েলের একমাত্র গোলে ব্রেন্টফোর্ডকে হারিয়ে লিভারপুলকে টপকে প্রিমিয়ার লিগের শীর্ষে উঠে এলো চেলসি।

ব্রেন্টফোর্ড কমিউনিটি স্টেডিয়ামে বেন চিলওয়েল ম্যাচের একমাত্র গোলটি করেন ৪৫ মিনিটে। প্রথমার্ধে পিছিয়ে পড়ে ব্রেন্টফোর্ড দ্বিতীয়ার্ধে ভালো খেললেও গোলের দেখা পায়নি। ম্যাচে ৫৭ শতাংশ বলের নিয়ন্ত্রণ ছিল চেলসির। এ সময়ের মধ্যে গোলের উদ্দেশে মাত্রটি পাঁচটি শট নিতে পারে তারা। যার মধ্যে লক্ষ্যে শট ছিল একটি। আর এতেই আসে সাফল্য।

অপরদিকে ব্রেন্টফোর্ডের নিয়ন্ত্রণে ছিল ৪৩ শতাংশ বল।তারা গোলের উদ্দেশে শট নিয়েছে ১৭টি। যার মধ্যে লক্ষ্যে শট ছিল ৭টি।

এ জয়ের মধ্য দিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে উঠে এলো চেলসি। ৮ ম্যাচ শেষে চেলসির পয়েন্ট এখন ১৯। এ ৮ ম্যাচের মধ্যে ছয়টিতে জয়, একটিতে ড্র ও একটিতে হেরেছে টমাস টুখেলের দল। সমান ম্যাচে লিভারপুলের পয়েন্ট ১৮ ও ম্যানচেস্টার সিটির পয়েন্ট ১৭।