টানা চার দিন দরপতন

কোটি টাকা গায়েব

পর পর চার দিন সূচকের পতন হয়েছে। এতে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসে চিড় আরও বড় হলো, তৈরি হলো উদ্বেগ। পুঁজিবাজারে এমন ঘটনা সহসা ঘটে এমন নয়। সব শেষ গত ১৫ থেকে ২৩ ফেব্রুয়ারি টানা ৬ কর্মদিবস সূচক কমেছিল। এরপর সর্বোচ্চ তিন কর্মদিবস টানা সূচক কমেছে দুই বার।

বৃহস্পতিবার লেনদেনের শুরুতে সূচক বেড়ে গেলেও বেলা দেড়টা নাগাদ ৫৩ পয়েন্টের পতনে তৈরি হয় উদ্বেগ। কারণ, সে সময় শেয়ারদর ক্রমেই কমছিল আর সূচকের পতনের গতি ছিল অনেক বেশি।

তবে শেষ এক ঘণ্টায় উত্থানে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে লেনদেন শেষ হওয়ার আট মিনিট আগে সূচকের অবস্থান হয় আগের দিনের সমান। শেষ আট মিনিটে খানিকটা কমে যাওয়ায় ৫ পয়েন্ট কমে সূচকের অবস্থান দাঁড়ায় ৭ হাজার ২৪৩ পয়েন্টে। এ নিয়ে চার দিনে সূচক কমল ১২৪ পয়েন্ট।