চট্টগ্রামে হেলে পড়ল ৫ তলা ভবন

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার এনায়েতবাজার গোয়ালপাড়ায় ‘কার্তিক ভবন’ নামের একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে। শনিবার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে ওই ভবনটি হেলে পড়ে।

হেলে পড়ার সঙ্গে সঙ্গেই ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ভবনের সামনে পিলার দিতে গিয়ে ভবন হেলে পড়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফরিদ উদ্দিন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ৫ তলা ভবনটিতে জনৈক কার্তিক ও তার পাঁচ ভাই থাকতেন। ভবনের পাশেই তারা একটি কলাম (পিলার) তুলছিলেন। তাতে হঠাৎ করে ভবনটি হেলে পড়ে। এ সময় ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ভবনের বাসিন্দাদের সরিয়ে নেন।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ নেজাম বলেন, ‘ভবনটি ঝুঁকিপূর্ণ। আপাতত আমরা বাসিন্দাদের সরিয়ে নিয়েছি। তবে এই ভবনটি ভেঙে ফেলতে হবে।’