গো-হারা হেরে শেষ তিনটি জয়েও লাভ হলো না ভারতের

ভিরাট কোহলি

গো-হারা হেরেও শেষ তিনটিতে জয় ছিল ভারতের। জয় পেয়েও কোনো লাভ হলো না তাদরে ধরতে হলো বাড়ির পথ। বিদায় নিতে হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর থেকে। ভারতরে বিশ্বকাপ শুরুটা ছিল পরাজয় দিয়ে।

পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর থেকে কার্যত ছিটকে যায় ভারত। তবে শেষ তিনটি ম্যাচে টানা জয় পেয়েও সেমিফাইনালে যেতে পারে নি ভিরাট কোহলির দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজিমাত করবে ভারত এমনটিই ধারণা ছিল সবার। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে এ আসরের ইতি টানল ভারত। তবে ভারতীয় গণমাধ্যমে যে বিষয়টি নজড়ে আসে তা হলো আইপিলে ভালো করে দেশের জার্সিতে ফিকে ভরতীয় ক্রিকেট দল।

জনসাধারণও করেন তুমুল সমালোচনা। ভিরাট কোহলির অধিনায়কত্ত নিয়েও কথা বলতে বাদ রাখে নি সে দেশের জনগণ। সোমবার নামিবিয়াকে ১৩২ রানে গুটিয়ে দিয়ে ২৮ বল হাতে রেখে ৯ উইকেটের জয় পায় ভারত। দলের জয়ে ৫৬ ও ৫৪ রান করে করেন দুই ওপেনার লোকেশ রাহুল ও রোহিত শর্মা।