গণপরিবহনে হাফ পাশ শিক্ষার্থীদের অধিকার

গণপরিবহনের হাফ পাশ শিক্ষার্থীদের আবদার নয়, এটা এক ধরনের অধিকার। নিজেদের এমন অধিকার আদায় করতে গিয়ে সড়কে বাসের চালক ও হেলপার কর্তৃক হামলার শিকার অনেক শিক্ষার্থী।

পরিবহনগুলোতে শিক্ষার্থীদের কাছ থেকে ‘হাফ’ ভাড়া নেয়ার নির্দেশনা থাকলেও তা মানছেন না অধিকাংশ পরিবহন মালিক। অথচ ওইসব বাসে পুলিশ, আনসার ও ট্রাফিক পুলিশের কাছ থেকে কোনো ভাড়াই নেয়া হয় না। শিক্ষার্থীদের পুরো ভাড়া গুনেই গন্তব্যে পৌঁছাতে হয়।

এসব বাসের মধ্যে উল্লেখযোগ্য লাব্বাইক পরিবহন, স্বাধীন পরিবহন, আয়াত পরিবহন, ৭১ পরিবহন, হিমাচল, প্রজাপতি, বিকল্প অটো, হাজী পরিবহন, আকিক পরিবহন, বসুমতি, মঞ্জিল, রজনীগন্ধা, জাবালে নূর, রবরব, দিশারী, নিউ ভিশন। এসব বাসে বড় অক্ষরে লেখা থাকে ‘হাফ পাস নাই’। এ নিয়ে প্রতিদিনই শিক্ষার্থীদের সঙ্গে কন্ডাক্টরের ঘটছে অপ্রীতিকর ঘটনা।

যেহেতু রাজধানীর বাসগুলোতে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া আদায়ে এখনও সরকারি কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। সেই সুযোগেই পুরো ভাড়া আদায় করছে পরিবহনগুলো। এ বিষয়টি গেজেট আকারে প্রকাশ করলে শিক্ষার্থীরা উপকৃত হবে।