আরও ৬ মাস বাড়ছে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ

খালেদার জিয়ার মুক্তির পথ
খালেদা জিয়া। ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা আরও ৬ মাস স্থগিতের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়।শনিবার রাতে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন করেন আইনমন্ত্রী আনিসুল ইসলাম।

বিএনপি নেত্রীর সাজা স্থগিতের মেয়াদ শেষ হচ্ছে ২৪ সেপ্টেম্বর। কয়েকদিন আগে তার বড় ভাই শামীম ইস্কান্দর স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে মুক্তির আবেদন করেন। সেই পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চাওয়া হয়। গেলো মঙ্গলবারই আইন মন্ত্রণালয় থেকে মতামত পাঠনো হয়।

জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের মামলায় কারাদণ্ড ভোগ করছেন খালেদা জিয়া। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দণ্ডিত হওয়ার পর কয়েক দফায় তাকে কারাগারের অধীনে চিকিৎসা দেয়া হয়। গত বছর করোনার মধ্যে তাকে শর্তসাপেক্ষে জামিন দেয়া হয়।