কয়লাখনিতে দুর্ঘটনায় রাশিয়ায় নিহত ৫২

রাশিয়ায় একটি কয়লাখনিতে দুর্ঘটনায় ৫২ জন শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন উদ্ধারকর্মীও রয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলের লিস্টভ্যাজনায়া খনিতে দুর্ঘটনাটি ঘটে। উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রাশিয়ার সংবাদমাধ্যম মস্কো টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার জরুরি বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা তাস জানিয়েছে, কয়লাখনিতে দুর্ঘটনার পর সেখানে কেউই আর জীবিত নেই।

বিবিসি জানিয়েছে, তুষারাচ্ছন্ন কেমেরোভো অঞ্চলের লিস্টভ্যাজনায়া খনির বায়ু চলাচলের স্থানে কয়লার ধূলিকণায় আগুন ধরে যায়। এর ফলে খনিটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার সময় সেখানে ২৮৫ জনের মতো ছিলেন। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারের পর ৪৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ধোঁয়ার কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।