ক্যাশ ম্যানেজমেন্ট নিয়ে মার্কেন্টাইল ব্যাংকের ভার্চুয়াল কর্মশালা

ক্যাশ ম্যানেজমেন্ট

মার্কেন্টাইল ব্যাংকে সম্প্রতি ‘Cash Management; Detection and Disposal of Forge and Mutilated Notes’ শীর্ষক ভার্চুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত প্রশিক্ষণে ব্যাংকের ৭৫টি শাখার ম্যানেজার অপারেশন এবং ক্যাশ ইনচার্জরা এই কর্মশালায় অংশগ্রহণ করেন।

ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণটি উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চীফ অপারেটিং অফিসার মুঃ মাহমুদ আলম চৌধুরী । উদ্বোধনী বক্তব্যে তিনি ক্যাশ ম্যানেজমেন্ট নিয়ে বাংলাদেশ ব্যাংকের সকল সার্কুলার ও নির্দেশনা যথাযথভাবে পরিপালনের জন্য প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের নির্দেশনা দেন।

প্রশিক্ষণে ভার্চুয়াল সেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের কারেন্সী ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-এর যুগ্ম পরিচালক মোঃ শহিদুল আলম। প্রশিক্ষণটি সঞ্চালনা করেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক।