ভূমিকম্পে কেঁপে উঠল অস্ট্রেলিয়া

কেঁপে উঠল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চল ভূমিকম্পে কেঁপে উঠেছে। দেশটির ভিক্টোরিয়া রাজ্যের রাজধানী মেলবোর্নে এই ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮। ভূমিকম্পে শহরের বেশ কিছু বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সময় বুধবার ৯টা ১৫ মিনিটে ভূমিকম্পটি হয়। বিষয়টি নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, আমরা গুরুতর আঘাতের কোনো খবর পাইনি এবং এটা একটি ভালো সংবাদ।

জিওসাইন্সেস অস্ট্রেলিয়া জানায়, ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.৫ মাইল)। প্রাথমিকভাবে এই ভূমিকম্পের মাত্রা ৬ বলে জানানো হলেও পরে ৫ দশমিক ৮ মাত্রা বলে জানানো হয়।