করোনার সংক্রমণ কমছে জার্মানিতে

জার্মানিতে

জার্মানিতে এই প্রথম করোনা সংক্রমণের হার নির্দিষ্ট মাত্রার নীচে নেমে গেছে। ইইউ শীর্ষ নেতারাও সার্বিকভাবে গ্রীষ্মে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন। গত অক্টোবরের পর জার্মানিতে করোনা সংক্রমণের হার ধারাবাহিকভাবে কমে চলেছে। প্রতি এক লাখ মানুষের মধ্যে সাপ্তাহিক গড় সংক্রমণের হার বুধবার ছিল পঞ্চাশের নীচে। এ খবর দিয়েছে ডয়চে ভেলে।

খবরে জানানো হয়েছে, সোমবারের ছুটির কারণে দীর্ঘ সপ্তাহান্তে করোনা টেস্টের সংখ্যা কমে যাবার কারণে সংখ্যা এত কমে গেছে কিনা, তা স্পষ্ট নয়। আগামী কয়েক দিনেও এমন প্রবণতা চলতে থাকলে তবেই সাফল্য সম্পর্কে নিশ্চিত হতে পারবেন বিশেষজ্ঞরা। করোনা সংক্রমণের সার্বিক প্রবণতার প্রেক্ষাপটে জার্মানির একাধিক রাজ্যে কড়াকড়ি শিথিল করা হচ্ছে।

করোনা টিকার দুটি ডোজ অথবা করোনায় আক্রান্ত হয়ে আরোগ্যের প্রমাণের পাশাপাশি নেগেটিভ করোনা টেস্টের ফল দেখিয়ে মানুষ দোকানবাজার, রেস্তোঁরায় যেতে পারছেন। একের পর এক রাজ্যে পর্যটনের সুযোগও খুলে দেওয়া হচ্ছে।

আরও পরুনঃ- ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ‘ইয়াস’