সোমবার থেকে ওমরাহর আবেদন

ওমরাহ চালু ৪ অক্টোবর

৯ আগস্ট, সোমবার থেকে করোনার টিকা নেয়া বিদেশিরা পবিত্র ওমরাহ পালনের জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছে সৌদি আরব।করোনার জন্য গেলো দেড় বছর ধরে বিদেশিদের জন্য ওমরাহ পালন বন্ধ ছিল।

রোববার সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সি দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে। প্রথম দিকে ৬০ হাজার মুসল্লি ওমরাহ পালনের সুযোগ পাবেন। ধীরে ধীরে তা দুই লাখে উন্নিত করা হবে বলে জানায় মন্ত্রণালয়। বিদেশিদের ওমরাহর আবেদনের সাথে করোনার টিকা নেওয়ার সনদও যুক্ত করতে হবে।

সৌদি আরবে পৌঁছার পর বিদেশি নাগরিকদের সরকার অনুমোদিত কোয়ারেন্টিন কেন্দ্রগুলোতে নির্দিষ্ট সময় ঘরবন্দি থাকা বাধ্যতামূলক করা হয়েছে আদেশে। ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর ভাইরাসটির বিস্তার ঠেকাতে হজ ও ওমরাহ পালন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছিল সৌদি সরকার।

ছয় মাসেরও বেশি সময় স্থগিতাদেশ জারি রাখার পর গত বছর অক্টোবরে নিজ দেশের নাগরিকদের ওমরাহ পালনের অনুমতি দেয়া হয়। এক্ষেত্রে শর্ত দেওয়া হয়- ওমরাহ ও হজ পালনের সময় যাত্রীদের অবশ্যই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।