হোয়াইট ওয়াশ এড়াতে পারবে বাংলাদেশ?

হোয়াইট ওয়াশ

নতুন করে সাজানো দল নিয়ে শেষ ম্যাচে জয়ের আশাতেই আজ মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

ঘরের মাটিতে টানা তিন সিরিজ জয়ের পর পাকিস্তানের কাছে আধিপত্য হারিয়েছে বাংলাদেশ। এক ম্যাচ বাকি থাকতেই টি ২০ সিরিজ হেরে বসে আছেন মাহমুদউল্লাহরা। শেষ ম্যাচ জিততে পারলেও সেটা কম প্রাপ্তির হবে না। হোয়াটওয়াশের গ্লানি অন্তত এড়ানো যাবে অন্তত। প্রথম দুই ম্যাচেই দলকে ডুবিয়েছে বাজে ব্যাটিং। ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ থেকেই এই ব্যাটিং সমস্যায় ভুগছে টাইগাররা।

উড়তে থাকা পাকিস্তানকে হারাতে সব বিভাগেই উন্নতির কোনো বিকল্প নেই স্বাগতিকদের। এদিকে সিরিজ জয়ের পরও থামতে চায় না পাকিস্তান। প্রথম ম্যাচে হারের শঙ্কা থেকে জয় পেয়েছে তারা। প্রথম ম্যাচের শিক্ষা থেকে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে দারুণ সফল হয়েছে তারা। জয় পায় আট উইকেটে। সিরিজ ৩-০ করাই এখন বাবর আজমদের লক্ষ্য।