অটোমেটেড চালান সিস্টেমে সেবা দিবে মার্কেন্টাইল ব্যাংক

এসিএস

অটোমেটেড চালান সিস্টেমের মাধ্যমে এখন থেকে সেবা দিবে মার্কেন্টাইল ব্যাংক। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড সম্প্রতি অটোমেটেড চালান সিস্টেম (এসিএস) সেবার উদ্বোধন করেছে। অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের প্রত্যক্ষ তত্বাবধানে এই সার্ভিসটি পরিচালিত হবে।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল ও মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী গত ৭জুলাই মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সেবার উদ্বোধন করা হয়।

অটোমেটেড চালান সিস্টেমের মাধ্যমে ভ্যাট, ট্যাক্স ও সরকারের যাবতীয় ফি দ্রুত ও সুরক্ষিতভাবে সংগ্রহ করা হবে, যাতে গ্রাহকরা সহজে আরও উন্নত সেবা পাবেন। এ সেবার আওতায় মার্কেন্টাইল ব্যাংকের যে কোনো শাখার কাউন্টারে অথবা অনলাইনের মাধ্যমে নগদ বা চেকের মাধ্যমে ট্রেজারি চালানের অর্থ জমা দেয়া যাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক- আদিল রায়হান, শামীম আহমেদ, হাসনে আলম এবং মুঃ মাহমুদ আলম চৌধুরীসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।

আরো পড়ন- ভূমধ্যসাগর থেকে ৪৯ বাংলাদেশি উদ্ধার