এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

এসএসসি ও এইচএসসি পরীক্ষার চূড়ান্ত  সময়সূচি প্রকাশ। ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে এসএসসি এবং ২ ডিসেম্বর থেকে শুরু হবে এইচএসসি পরীক্ষা শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যিক বিভাগ দুই পাবলিক পরীক্ষার চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে।

এসএসসি ২০২১ পরীক্ষার সময় হবে ১:৩০ ঘন্টা। এবং এক টেবিলে ১ জন বসিয়ে আসন বিন্যাস হবে Z প্রকৃতির। যদি কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ টেবিল থাকে তাহলে পরপর ১ টেবিল খালি রেখেই আসন বিন্যাস হবে।

দুই শিফটে হবে পরীক্ষা সায়েন্স ও আর্টসের পরীক্ষা সকাল বেলা এবং কমার্সের হবে বিকালবেলা। আর্টস ও কমার্সের ক্ষেত্রে ৩ টি সৃজনশীল প্রশ্ন এবং ১৫ টি MCQ এর উত্তর দিতে হবে। পরীক্ষা ৪৫/৩৭ নম্বরের হলেও সেটি ১০০ নম্বরে কনভার্ট করা হবে।

সায়েন্স এর ক্ষেত্রে ২ টি সৃজনশীল প্রশ্ন, ১২ টি MCQ এর উত্তর দিতে হবে এবং ব্যবহারিক থাকবে ৫ নম্বর।আর্টস ও কমার্সের পরীক্ষা হবে ৩০+১৫=৪৫ নম্বরে এবং সায়েন্স এর পরীক্ষা হবে ২০+১২+৫=৩৭ নম্বরের। তবে সময় সকল বিভাগের জন্য ১:৩০ ঘন্টা ই থাকবে।